বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরীকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল ঢাকা মহানগর হাকিম মো. মিনহাজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাঁদের ৭ হাজার টাকা অর্থদ , অনাদায়ে আরও তিন মাসের কারাদে র আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের পেশকার মইনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৫ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করেন বাদী। কিন্তু যথাসময়ে পণ্য না আসায় তিনি টাকা ফেরত চান। আসামিরা ২০২২ সালের ২১ এপ্রিলে একটি চেক প্রদান করেন। আসামির অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। ওই বছরের ৪ আগস্ট মঞ্জুর আলম শিকদার ও সাবিয়া চৌধুরীকে আসামি করে আদালতে প্রতারণার মামলা করেন ভুক্তভোগী আলা উদ্দিন হোসেন। গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।