জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে তিন পার্বত্য জেলার সমস্যা একই ধরনের। এজন্য সম্প্রীতি ও ঐক্যের মধ্য দিয়ে সবাইকে সম্প্রীতির সহাবস্থানে থাকতে হবে। স্বাস্থ্য, শিক্ষার কোনো উন্নয়ন ঘটেনি অভিযোগ করে তিনি বলেন, স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে এখানে লুটপাট চালিয়েছে, বৈষম্য সৃষ্টি করেছে। আমরা এ বৈষম্যকে দূর করে পাহাড়ি-বাঙালি সবাইকে একসঙ্গে নিয়ে সমন্বিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি ও এক দফা আন্দোলনের আত্মত্যাগকে স্মরণ করে গতকাল খাগড়াছড়িতে জুলাই পদযাত্রা ও সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম। সংগঠনটির নেতারা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি এসে চেঙ্গী স্কোয়াড় মোড় থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি খাগড়াছড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শাপলা চত্বরের মুক্ত মঞ্চের সমাবেশে এসে যোগ দেন। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন, জেলার নেতা সুচিং মারমা, শাহনেওয়াজ প্রমুখ।