দেশের ঐতিহ্যবাহী ও বৃহত্তম পণ্যভিত্তিক ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৫৯ বছর পূর্ণ করে ৬০ বছরে পদার্পণ করেছে সংগঠনটি। এ উপলক্ষে ঢাকাসহ দেশের ৬৪ জেলা ও ৪৯১টি উপজেলায় পালিত হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। ১৯৬৬ সালের ১৭ জুলাই ঢাকা শহরে জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনে প্রতিষ্ঠিত হয় বাজুস। বর্তমানে এ সংগঠন দেশের ৪০ হাজারেরও বেশি জুয়েলার্স পরিবারের প্রতিনিধিত্ব করছে। এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য-‘ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস’।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার স্থাপন, আলোকসজ্জা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব জুয়েলারি ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির চেয়ারম্যান ও বাজুসের সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান এক বিবৃতিতে বলেন, জুয়েলারি খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪৪ লাখ মানুষ যুক্ত। সরকারের যথাযথ নীতি সহায়তা ও কর প্রণোদনা পেলে এই শিল্পও তৈরি পোশাক শিল্পের মতো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি দেশবাসীকে এ আনন্দঘন দিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ঐতিহ্যবাহী পথচলায় আমরা গর্বিত এবং ভবিষ্যতের সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।