আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সুস্থ নন। তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
রাশেদ খান বলেন, নুরুল হক নুরকে সুস্থ বললেও তিনি সুস্থ নন। তার নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছেন না। একা একা উঠে দাঁড়াতে পারছেন না, মাথা ঘুরছে। ওয়াশরুমে ধরে নিয়ে যেতে হয়। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ হননি। তিনি যে সংকট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই সংকট এখনো কাটেনি। তার নাক দিয়ে এখনো ব্লিডিং হচ্ছে, তার কাশির সঙ্গে ব্লিডিং হচ্ছে। নুরের মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না। তার ব্রেইনে আঘাত করা হয়েছে। তার সেনসিটিভ জায়গায় আঘাত করা হয়েছে। কেন বলা হলো নুরুল হক নুর সুস্থ। আমার মনে হয় নুরকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে। এসব পরিকল্পনা করে কাজ হবে না।
রাশেদ বলেন, আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা বুধবার বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর। তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার বিরুদ্ধে নুরুল হক নুরসহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি। তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় নুরুল হক নুরসহ আমাদের শতাধিক নেতা-কর্মীর ওপর আক্রমণ করে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের নেতারা নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে এসেছেন ও সরাসরি খোঁজখবর নিয়েছেন, তাদের আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।