বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ মো. সাব্বির ফয়েজের আদালত দুদক ও আসামি পরে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে কলিমুল্লাহকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। অপরদিকে তার জামিন চেয়ে অ্যাডভোকেট মহসিন রেজা, মহিমা বাঁধন ও সাদমান সাকিব শুনানি করেন।
গত ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ওই দিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ২৭ আগস্ট দুদকের এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।? অর্থ আত্মসাতের অভিযোগে কলিমুল্লাহসহ পাঁচজনকে আসামি করে গত ১৮ জুন এ মামলাটি দায়ের করা হয়।