দিনাজপুর শহরের এক মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার বন্ধুরা। বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর শাখার উদ্যোগে শহরের ফুরকানিয়া ও রহমানিয়া তালিমুল কোরআন মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ তরা হয়েছে।
গতকাল দিনাজপুরে ওই মাদরাসার ৩০ জন শিক্ষার্থীর মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় মাদরাসার কয়েকজন শিক্ষার্থী জানায়, এসব শিক্ষা উপকরণ আমাদের লেখাপড়ার কাজে লাগবে। উপকার হয়েছে। এজন্য শুভসংঘকে অনেক ধন্যবাদ জানাই।
শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুরকানিয়া ও রহমানিয়া তালিমুল কোরআন মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল করিম, বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা এমদাদুল হক মিলন, সদর উপজেলা শাখার সভাপতি আসতারুল আলম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন, দপ্তর সম্পাদক মিলন আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ, ক্রীড়া সম্পাদক ফিরোজ প্রমুখ।