দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না শেয়ারবাজার। টানা পতনে শুরু হয়েছে বিনিয়োগকারীদের মাতম। বাজার চাঙ্গা করতে নীতি-নির্ধারকদের নানা উদ্যোগ ব্যর্থ হয়ে পড়ছে। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্টের বেশি কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে। এটি ২০২০ সালের ১৯ আগস্টের পর সর্বনিম্ন অবস্থান। সূচকের এ পতন শুধু একটি সংখ্যাতাত্ত্বিক বিষয় নয়, বরং এটি বাজারের সার্বিক অনাস্থা ও স্থবিরতার প্রতিফলন।
অন্যভাবে বলা যায়, করোনা মহামারির সময়ে ফিরে গেছে মূল্যসূচক। দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২১৫টির। আর ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১২৮টির দাম কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ টাকার। ৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮৪ প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৫টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।