পবিত্র হজ পালনে এ বছর সৌদি আরবে গিয়ে ৬২ জন বাংলাদেশি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানা গেছে।
বুলেটিনে বলা হয়, সৌদিতে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাপ্রাপ্ত হজযাত্রীর সংখ্যা ৬২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ১৮ জন। এ ছাড়া সৌদির চিকিৎসা কেন্দ্র থেকে দেওয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২০ হাজার ৩৬৭টি।
বুলেটিনে আরও বলা হয়, হজে গিয়ে সৌদিতে এক নারীসহ ৯ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় পাঁচজন। এ পর্যন্ত ৫২ হাজার ৬৯০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৮ হাজার ১০৭ জন। চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজযাত্রীদের সৌদি যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে।