সাংবিধানিক আইন, ব্যাংকিং আইন, বাণিজ্যিক আইন, টেলিকম আইনসহ আইন অঙ্গনের সব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুুর রাজ্জাকের বিচরণ ছিল বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম।
গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার আবদুুর রাজ্জাক স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল আয়োজিত সভায় বক্তব্য রাখেন কয়েকজন সাবেক ও বর্তমান বিচারপতি।
অবসরপ্রাপ্ত বিচারপতি আবু তারিক, বিচারপতি ইমদাদুল হক আজাদ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আবদুর রাজ্জাকের জুনিয়র ব্যারিস্টার বেলায়েত হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শিশির মনির প্রমুখ। আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার আবদুর রাজ্জাকের দুই ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার।