দীর্ঘদিন কর্মস্থলে যোগ না দেওয়ায় আরও চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এ নিয়ে কর্মস্থলে অনপুস্থিত থাকায় ২১ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়। তারা হলেন, ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রওশানুল হক সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, ডিএমপির এসি গোলাম রুহানী ও এসি মফিজুর রহমান পলাশ।
গত বছরের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত।