সপ্তাহের প্রথম দিনে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে অধিকাংশ ব্যাংকের শেয়ারের দরপতনে দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক এক পয়েন্ট কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। পক্ষান্তরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সবকটি মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ১৭৭টি প্রতিষ্ঠানের। বিপরীতে দাম কমেছে ১৭০টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে তালিকাভুক্ত ২৪টি ব্যাংকের শেয়ার দাম কমার বিপরীতে মাত্র সাতটি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। বাজারটিতে ৬৬৫ কোটি ৯৯ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৭৯ কোটি ২ টাকার। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৩ কোটি ৩ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল মিডল্যান্ড ব্যাংক। ৮০ পয়সা কমে ২৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হওয়া কোম্পানিটির ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৯ লাখ টাকার।
১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৫ প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৪টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪ কোটি ৭১ লাখ টাকা।