চট্টগ্রামের মীরসরাইয়ের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রবাসী খুনের অন্যতম আসামি শেখ ফরিদ প্রকাশ শরীফকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, প্রবাসী মহিউদ্দিন সম্প্রতি ওমান থেকে দেশে ফেরেন। দেশের ফেরার পর ভগ্নীপতি শেখ ফরিদকে দেওয়া ঋণের ১৫ লাখ টাকা ফেরত চান। গত ২১ ফেব্রুয়ারি রাতে মহিউদ্দিন বোনের শশুরবাড়ি গিয়ে ১৫ লাখ টাকা দাবি করলে বাগ্বিতন্ডার একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। উদ্ধার করে মীরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মহিউদ্দিনের বোন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় প্রধান আসামি করা হয় শেখ ফরিদকে। ঘটনার পর থেকে শরীফ পলাতক। শনিবার বিকালে চট্টগ্রাম নগরী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।