বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, করিডর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য জনগণ এ সরকারকে ক্ষমতায় বসায়নি। করিডর ও চট্টগ্রাম বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ফারুক প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, বাংলাদেশের এই পোর্ট (চট্টগ্রাম বন্দর) চালাতে তো আপনিই পারেন। অন্যের হাতে কেন? এটা নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে। তিনি বলেন, জনগণ একটা সুষ্ঠু নির্বাচন চায়। একটা নির্দিষ্ট রোডম্যাপ চায় জনগণ। কেন দিতে পারছেন না? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সব বিষয়ে অবগত হওয়ার পরও কোথায় আটকে আছেন? আয়োজক সংগঠনের সভাপতি হাবিব আহমেদ আশিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদসহ সংগঠনটির নেতা-কর্মীরা।