শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রাতেই সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
রবিবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অধ্যাপক শফিকুল ইসলাম জানান, তিনি ব্যক্তিগত গাড়িতে করে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এক মোটরসাইকেল আরোহী তাঁর গাড়ির সামনে এসে পড়ে এবং হঠাৎ ধাক্কা লাগে। এ সময় ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে এসে তাঁকে মারধর করেন। অভিযুক্ত ব্যক্তি সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রাসেল আহমেদ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবেও বলে জানান তিনি।