ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ পর্যবেক্ষণসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে আইনজীবী মো. আসিফ হাসান। ২০২২ সালের ৩০ আগস্ট তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাই কোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ ওই রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামিন চেয়েছিলেন জেসমিন ইসলাম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া আইনজীবীর তথ্যমতে ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাই কোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ তাঁকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তাঁর জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
এরপর তিনি আত্মসমর্পণ করেন। পরে হাই কোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন। শুনানি শেষে ২০২২ সালের ৩০ আগস্ট রুল খারিজ করেন হাই কোর্ট।