দেশের শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করতে একটি স্বতন্ত্র শিশু অধিদপ্তর প্রতিষ্ঠা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি আজ সকালে ঢাকায় নারী উন্নয়ন শক্তির সভাকক্ষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
সভায় অংশ নেয় নারী ও শিশু উন্নয়নে সক্রিয় ছয়টি সংগঠন। নারী উন্নয়ন শক্তি, ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, সি-লিড, ফোরাম নারী মঞ্চ এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।
বক্তব্য দেন ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট-এর সভাপতি সাহিদা ওয়াহাব, ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট-এর প্রোগ্রাম অফিসার সেলিনা খাতুন, সিলিড-এর সদস্য এবং ফোরাম নারী মঞ্চের পরিচালক সেলিনা আক্তার, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিনিধি আব্দুল মোমিন।
আলোচকবৃন্দ বলেন, দেশে শিশু অধিকার সংক্রান্ত কাজ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা পরিচালনা করলেও সমন্বিত নীতিগত কাঠামোর অভাবে অনেক ক্ষেত্রেই শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত দেখা যায়।
তারা বলেন, শিশু শ্রম, নির্যাতন, পাচার, বাল্যবিবাহ এবং অনলাইন সহিংসতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যাগুলি মোকাবিলা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কেন্দ্রীয় ও কার্যকর নীতিনির্ধারণী প্রতিষ্ঠান থাকা অপরিহার্য।
সভা শেষে ছয়টি সংগঠন যৌথভাবে সরকারের কাছে দ্রুত “জাতীয় শিশু অধিদপ্তর” প্রতিষ্ঠার দাবি জানান। এছাড়া তারা নীতিনির্ধারকদের সঙ্গে সংলাপ, সচেতনতামূলক প্রচারাভিযান এবং নাগরিক অংশগ্রহণমূলক কার্যক্রম গ্রহণের ঘোষণা দেন।
বক্তারা আরও বলেন, শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার, সমাজ ও সংস্থার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। একটি সমন্বিত কাঠামো থাকলে শিশুর সার্বিক উন্নয়ন এবং অধিকার সুরক্ষা কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।
বিডি প্রতিদিন/আশিক