দেশের এভিয়েশন ও পর্যটন খাতের নীতিগত দুর্বলতা, বিদেশি পর্যটক আকর্ষণের চ্যালেঞ্জ আর আমলাতান্ত্রিক জট—এসব নিয়ে টানা তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য ‘ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ-২০২৫’ পেয়েছেন কালের কণ্ঠের চিফ বিজনেস এডিটর মো. মাসুদ রুমী।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফেলোশিপপ্রাপ্তদের হাতে চেক ও সনদ তুলে দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বিটিবি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মোট ১০ জন সাংবাদিককে এই সম্মাননা প্রদান করে।
‘কক্সবাজারে বিদেশি পর্যটক আকর্ষণে বাধার পাহাড়’, ‘ভ্রমণ নিষেধাজ্ঞায় নিস্তেজ পর্যটন’ এবং ‘আমলাতন্ত্রের আবর্তে পর্যটন’—এই শিরোনামে মাসুদ রুমীর তিনটি বিশেষ প্রতিবেদন সম্প্রতি কালের কণ্ঠে প্রকাশিত হয়।
মাসুদ রুমী ছাড়াও ফেলোশিপপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন— জসিম হারুন (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), মো. আরিফুর রহমান (বিজনেস স্ট্যান্ডার্ড), ইয়াসিন রানা সোহেল (পার্বত্য চট্টগ্রাম), আব্দুল্লাহ মজুমদার (বাংলাভিশন), শফিকুল্লাহ সুমন (বাংলাদেশ টেলিভিশন), নিয়ামুল আযীম সাদিক (এনটিভি), মো. আব্দুল্লাহ আল-নূর (সময় টিভি), মু. নাঈম উল হাসান (এখন টেলিভিশন) এবং ইমরুল কায়েস (বাংলা মেইল)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিটিবির পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ। এ সময় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম