রাজশাহী মহানগর বিএনপির পুরনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। তবে নতুন কমিটি এখনও ঘোষণা করা হয়নি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মহানগরের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
রবিবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহীর শাহ মখদুম ঈদগাহ ময়দানের সামনে সড়কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন