‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ চূড়ান্ত করে দ্রুত অধ্যাদেশ জারিসহ চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থী প্রতিনিধিরা এই হুঁশিয়ারি দেন।
চার দফা দাবি হলো
১. অংশীজনের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী তিন কর্মদিবসের মধ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি প্রদান।
২. চলমান সব বর্ষের শিক্ষার্থীদের বিনা শর্তে আত্তীকরণের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশে স্বীকৃতি দেওয়া।
৩. অধ্যাদেশ জারির পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে উপাচার্য, রেজিস্ট্রারসহ সব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা।
৪. সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি ও ফেল করানোর হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট অবস্থান ঘোষণা।
শিক্ষার্থী প্রতিনিধি ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, আমাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।
তিনি জানান, শিক্ষার্থীরা উপদেষ্টা বা কারও কাছে যাবে না। তাদের শিক্ষার্থীদের কাছে আসতে হবে। তা নাহলে কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীরা দায়ী থাকবে না। সময় যত যাবে তত এখানে (শিক্ষা ভবনের সামনে) শিক্ষার্থীদের জনসমুদ্র সৃষ্টি হবে।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, সরকার আমাদের সরকারি সাত কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আইন করে অধ্যাদেশ জারি করা হয়নি। আমরা অনতিবিলম্বে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ অধ্যাদেশ জারি চাই। আজকেই অধ্যাদেশ জারি করতে হবে। নাহলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং বিলম্ব করলে আরও কঠোর কর্মসূচি দেব।
এর আগে, সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।
অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা যেন সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারেন, সেজন্য ওই এলাকায় ব্যারিকেড বসিয়েছে পুলিশ। পুলিশের একটি জলকামান ও রায়টকার সেখানে দেখা গেছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
সাত কলেজের মধ্যে রয়েছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
বিডি প্রতিদিন/কেএইচটি