রাজধানীর হাজারীবাগ, গেণ্ডারিয়া ও রমনা পার্ক এলাকা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) পৃথকভাবে তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
হাজারীবাগে যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
হাজারীবাগ মিতালি রোডের একটি বাসা থেকে বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইংলিশ মিডিয়ামে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে গিয়ে পাঁচ বছরে গ্রাজুয়েশন শেষে গত বছর দেশে ফেরেন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম তার কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
গেণ্ডারিয়ায় রিকশাচালকের লাশ
শুক্রবার সকালে গেণ্ডারিয়ার ফরিদাবাদ এলাকা থেকে আব্দুল জলিল (৬০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গেণ্ডারিয়া থানার এসআই তৌফিক আনান জানান, বেলা সোয়া ১২টার দিকে তুলার গলির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রমনা পার্কের লেকে ভাসমান লাশ
এদিকে রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে রমনা থানার এসআই মো. মিজানুর রহমান মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন