রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এ হত্যাকাণ্ডে কারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তা তদন্ত করে দেখছে।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে স্বজন ও থানা পুলিশ মুগদা হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত নজরুলের মামা কামাল হোসেন বলেন জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম মৃত রহিম মোল্লা। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় স্ত্রী আকলিমা বেগম ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। বাসার পাশেই দোকানদারি করতেন তিনি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ের বাসা থেকে ওই ব্যক্তিকে স্বজনরা মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। এ হত্যাকাণ্ডে কারা জড়িত বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম