আজ ১ আগস্ট ২০২৫। ১৯৫৬ সালের এই দিনে সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নের খলিসাকুড়া গ্রামের পিতা ফরহাদ হোসেন ও মাতা মাহামুদা খাতুন -এর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেছিলো একটি ফুটফুটে সুন্দর শিশু। নাম মোহন রায়হান।
কবি মোহন রায়হান -এর ৬৯তম জন্মদিন উপলক্ষে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ ও জাতীয় কবিতা পরিষদের যৌথ উদ্যোগে রাজধানীর ২৬ইস্কাটন গার্ডেন রোডের "কাজল মিলনায়তন"-এ এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ -এর সিনিয়র কনসালটেন্ট ডা. ফারহান আহমেদ ইমন -এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাবেক এমপি ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, সাংবাদিক, কবি ও বর্তমানে দৈনিক 'আমাদের সময়'-এর সম্পাদক আবু সাইদ খান, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টামণ্ডলীর
অন্যতম সদস্য কবি মতিন বৈরাগী, খ্যাতিমান গীতিকবি ও জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি কবি শহিদুল্লাহ ফরায়জী, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, কবি শাহাবুদ্দীন নাগরী,কবি শাহীন রেজা, কবি আসাদ কাজল,কবি নূরুন্নবী সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কবি শিমুল পারভিন, মিশু দাস, রবিন, হৃদিকা, পারহান উদ্দিনসহ সাওল পরিবারের সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ