বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
এই সম্মাননা তাঁকে দেওয়া হয় দেশের একমাত্র বেসামরিক বিমান পরিবহন ও ভ্রমণ খাত–ভিত্তিক পুরস্কার ‘শেয়ারট্রিপ–মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ অনুষ্ঠানে। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।
১৯৭২ সালে ঢাকার দিলকুশায় ছোট একটি অফিস থেকে যাত্রা শুরু করেন তিনি। সত্তরের দশকে তিনি সরকারি, করপোরেট, বিদেশি প্রতিষ্ঠান ও এনজিওদের জন্য করপোরেট ট্রাভেল সেবা চালু করেন।
এছাড়া, আন্তর্জাতিক এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (GSA) হিসেবে গ্যালাক্সিকে গড়ে তোলেন তিনি। তাঁর প্রচেষ্টায় ইউনাইটেড এয়ারলাইন্স, সৌদিয়া, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজসহ বহু আন্তর্জাতিক এয়ারলাইন্স বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
সম্মাননা গ্রহণ করে তৌফিক উদ্দিন বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, গ্যালাক্সি পরিবারের সকল সদস্যের ঐকান্তিক পরিশ্রমের ফল। বাংলাদেশের বিমান ও পর্যটন শিল্পে উৎকর্ষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
বিডি প্রতিদিন/আশিক