বাংলাদেশের আকাশে আজ রবিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
রাজধানী ঢাকার অন্যান্য এলাকার মতো বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এর মধ্যে মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ)-এ সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এরপর উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) সকাল ৭টা ১৫ মিনিট, এফ ব্লক জামে মসজিদে ৭টা ৩০ মিনিট, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) ৭টা ৪৫ মিনিট, মদিনাতুল উলুম-এ (কে ব্লক) ৮ টা, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সাড়ে ৮টা, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত হবে।
এছাড়া আল আকসা জামে মসজিদে (আই ব্লক) সকাল ৭টা ১৫ মিনিট, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) ৭টা ৪৫ মিনিট, এল ব্লক জামে মসজিদে (এল ব্লক) ৮টা ১৫ মিনিট, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) ৮টা এবং বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সকাল সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল