বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। মুন্সিপাড়া কবরস্থানে ঈদের জামাত হবে একই সময়ে সকাল সাড়ে ৮টায়। মাওলানা কেরামত আলী (র) মাজার সংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আবহাওয়া খারাপ থাকলে ঈদের প্রধান জামাতে অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায়। কামাল কাছনা বড় জামে মসজিদে সকাল ৯টায়, মুলাটোল হাফেজিয়া মাদ্রাসা মাঠ, নুরপুর, গনেশ পুর ঈদগাহ, রংপুর সদর উপজেলা পরিষদ ঈদগাহ, তারাগঞ্জ, গংগাচড়া, মিঠাপুকুর, কাউনিয়া পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ ও কারবালা মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বদরগঞ্জ চান্দামারী কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মহানগরীর ৩৩টি ওয়ার্ড ও জেলার ৮টি উপজেলার ৭৬টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আরাফাত