বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের আলো হারানো নারায়ণগঞ্জ জেলার সেই মাহবুব আলমের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
আজ জেলা প্রশাসক তার কার্যালয়ে ডেকে এনে আহত এই জুলাই বীরকে আর্থিক সহয়তার চেক হস্তান্তর করেন।
এই সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আপনাদের মতো হাজার হাজার জুলাই বীরদের আত্মত্যাগের কারণেই আজকের নতুন বাংলাদেশ এবং আমি এই দায়িত্বে আসতে পেরেছি।
জুলাই বিপ্লবের সবার আত্মত্যাগের কথা উল্লেখ করে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আগামী প্রজন্মও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধদের মতো যারা জীবন দিয়েছেন এবং আপনাদের মতো যারা সারাজীবনের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হারাতে বসেছেন তাদেরকে।
এই সময় উপস্থিত মাহাবুবের মাতা হালিমা বেগমও জেলা প্রশাসকের মানবিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।
গত বছরের ১৮ জুলাই বেলা ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার ও গোল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় ও গুলি ছোড়ে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফারাহানা মানিক মুনা বলেন, এ সময় পুলিশ আরও মারমুখী হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। তিনি বলেন, ওই দিন পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন মাহবুব।
পারিবারিক সূত্রে জানা গেছে ভারত-থাইল্যান্ডসহ ১৮ টি হাসপাতালে চিকিৎসা নিয়েও দৃষ্টিহীন হয়ে পড়েছেন জুলাই বীর মাহবুব।
বিডি প্রতিদিন/হিমেল