আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরা ক্লাব লিমিটেড আয়োজন করেছে দুই দিনব্যাপী ঈদ বাজারের।
আজ শুক্রবার দুপুরে বর্ণাঢ্য মেলাটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট মো. ফয়সাল তাহের।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের ডিরেক্টর সালমান মাহমুদ, ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, হাসান বিন গিয়াস সাদি, মোশাররফ হোসেন, এ.বি.এম মনোয়ার হোসেন ভূঁইয়ানসহ আরও অনেকে।
মেলাটি মার্চ ৭ ও ৮ মার্চ বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। নান্দনিক রুচিশীল ক্রেতাদের পছন্দসই বাংলাদেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ৩০টি স্টল এই মেলায় পসরা সাজিয়ে বসেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ