জাতীয় পাট দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল রানা।
গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাট উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম, বিপণন কর্মকর্তা জালাল উদ্দিন, কৃষক আব্দুস সামাদ, বকুল মিয়া, কামরুজ্জামান প্রমুখ। গাজীপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর গাজীপু যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি প্রতিদিন/আরাফাত