রাজধানীর গাবতলীতে শাহী মসজিদের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৩টা ৮ মিনিটে আমাদের কাছে খবর আসে গাবতলী শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে একে একে ৮টি ইউনিট পাঠানো হয়েছে।
আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/নাজিম