নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে বুধবার (৫ মার্চ) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে মাকসুদ হোসেন গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, নারায়ণগঞ্জ ফতুল্লা থানার দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় মাকসুদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগার প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার আদালতে এই বিষয়ে শুনানি হবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেন, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ফতুল্লা থানার দায়ের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ