চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধানের জমি থেকে মো. মোজাহের উদ্দিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোজহের ওই ইউনিয়নের চালিয়াপাড়ার জামাল হোসেনে ছেলে।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে একটি চায়ের দোকানে যায় ওই যুবক। রাতে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে তাকে মৃগী রোগী বলে দাবি করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে পরিবারের সদস্যরা আবেদন করেছেন।
বিডি প্রতিদিন/এএম