পরিচয় গোপন রেখে গোপালগঞ্জে বিয়ে করতে এসে পালিয়ে যাওয়া বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়াকে (২৪) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হন তিনি। সাজ্জাদ ভুঁইয়া নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের গোলাম রহমান ভুঁইয়ার ছেলে। তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। সাজ্জাদ ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ জুলাইয়ের পর ছুটি ছাড়াই অনুপস্থিত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, সাজ্জাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ৫৩ বিজিবিতে ফোন করলে সাজ্জাদের পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয় নিশ্চিত হন। সাজ্জাদকে গ্রেপ্তার করে হস্তান্তর করা হয় পুলিশে।