যশোরে চারটি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল সকালে সদর উপজেলার রাজারহাট বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৪৬৬ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা।
অমিত বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহল দল রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ অমিত বিশ্বাসকে আটক করে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।