বরিশালের হিজলা উপজেলায় দুর্গন্ধের উৎস খুঁজতে ঘরে গিয়ে বসত ঘরের মধ্যে মিললো শাকিল খান (২১) নামে এক তরুণের ঝুলন্ত লাশ।
মঙ্গলবার উপজেলার দক্ষিণ গুয়াবাড়িয়া গ্রামের আয়নাল সিকদারের ঘর থেকে তার নাতির লাশ দেখতে পান প্রতিবেশিরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। শাকিল খান উপজেলার লেমুয়া গ্রামের বাসিন্দা মৃত ফরিদ খানের ছেলে।
স্বজন ও স্থানীয়দের বরাতে হিজলা থানার পরিদর্শক মো. জাহিদ বলেন, শাকিলের বাবার মৃত্যুর পর তার মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। সে দক্ষিণ গুয়াবাড়িয়া গ্রামে নানা আয়নাল সিকদারের সাথে থাকতো। গত ২৮ আগস্ট নানা ও নানী ঢাকায় গেছে। এরপর থেকে বাসায় একা থাকতো। রবিবার দুপুরে তার খালা বাসায় গিয়ে খাবার দিয়ে আসেন। প্রতিবেশি এক নারী দুর্গন্ধ পেয়ে উৎস্ খুঁজতে ওই ঘরে যান। ঘরে দরজা ধাক্কা দিলে খুলে গেলে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি জানান, লাশে পঁচন ধরে বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিলো। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/নাজিম