চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে নির্মাণাধীন পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে দক্ষিণ আশিয়া ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমেদ ডিলারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাজু (২৭), পিতা মৃত সোলাইমান, এবং তারেক (১৯), পিতা আবদুল আলিম। দুজনই দক্ষিণ আশিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন বন্ধ থাকা ওই নির্মাণাধীন ট্যাংকে কাজ করতে নামেন দুই শ্রমিক। কাজের একপর্যায়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন। দীর্ঘসময় সাড়া না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভিতর থেকে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘ট্যাংকটি অনেকদিন আবদ্ধ অবস্থায় ছিল। ফলে এর ভেতরে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। অক্সিজেনের অভাবে তারা অচেতন হয়ে পড়ে এবং দীর্ঘসময় ট্যাংকের ভেতর থাকার কারণে তাদের মৃত্যু হতে পারে।’
ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ‘দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
বিডি প্রতিদিন/জামশেদ