চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অলি বেকারি সংলগ্ন এলাকায় বোয়ালখালী রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় ‘মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অনুমোদন ও নিবন্ধন না নিয়েই প্রসূতিদের চিকিৎসা সেবা প্রদান ও প্রেসক্রিপশনে ওষুধ লেখাসহ নানা অপরাধে এ জরিমানা করা হয়। সোমবার দুপুরে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি ও তার মেডিকেল টিম এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, অনুমোদন ও নিবন্ধন না নিয়েই প্রসূতিদের চিকিৎসা সেবা প্রদান ও প্রেসক্রিপশনে ওষুধ লেখার অপরাধে মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্রকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনুমতি না পাওয়া পর্যন্ত পরবর্তীতে সকল প্রকার চিকিৎসা প্রদান বন্ধ রাখতে বলা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই