প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকার প্রাথমিকের শিক্ষার্থীদের চার বিষয়ে পাঠদানের ওপর গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে তাদের আর বেগ পেতে হবে না। ঝরেও পড়বে না। এ ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে। স্কুল ফিডিং কার্যক্রমও শুরু হবে আগামী মাস থেকে। গতকাল দুপুরে দেশবরেণ্য লেখক, শিক্ষাবিদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকারের শ্রাদ্ধ্য অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, দুটি প্রকল্পের মাধ্যমে স্কুল ফিডিং কর্মসূচি হচ্ছে। বড় কর্মসূচিতে ১৫০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মসূচির আওতায় থাকবে। আরেকটি প্রকল্প বান্দরবান ও কক্সবাজারের উপজেলাগুলোতে বাস্তবায়ন করা হবে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিশুদের পুষ্টিসমৃদ্ধ খাবার পরিবেশন করা হবে। ফলে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ হবে।