রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার এক ফোনালাপে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।
আগামীকাল মঙ্গলবার জেনেভায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের বৈঠকের আগে এই আলাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছে, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু না করে তবে তারা জাতিসংঘের স্থগিতকৃত নিষেধাজ্ঞাগুলো ফের কার্যকর করবে।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। অন্যদিকে ইরানি প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, পেজেশকিয়ান পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তেহরানের সমৃদ্ধকরণের অধিকার সমর্থন করার জন্য। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং করবে না।
সূত্র: আল আরাবিয়া
বিডি প্রতিদিন/নাজমুল