সম্পূরক বৃত্তি, জকসু নীতিমালা ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টানা পঞ্চম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে দাবি পূরণ হওয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।
আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। অবস্থান কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা 'আটটা টু আটটা, বাজায় কার ঘণ্টা', 'ভিসি স্যার জানেন না নাকি, আমরা এখানে বসে গেছি' ভিসি স্যার শুনছেন নাকি, আমরা এখানে বইসা গেছি','হচ্ছে হবে বাদ দাও, কবে হবে বলে দাও', 'করছি করছি বাদ দাও, কবে হবে বলে দাও', 'জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো', 'সিন্ডিকেটের গদিতে, আগুন জ্বালো একসাথে', 'জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার','বৃত্তি আমার অধিকার মুখে দেওয়ার সাধ্য কার','বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান',' আবাসন বৃত্তি দিতে হবে, দিয়ে দাও',' এ লড়াইয়ে জিতবে কারা, জবিয়ান জবিয়ান'সহ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
অবস্থান কর্মসূচির বিষয়ে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার আহবায়ক ফয়সাল মুরাদ বলেন, সিন্ডিকেট শুধু জকসু সংবিধি প্রণয়নের একটি ধাপ। সিন্ডিকেটে কী সিদ্ধান্ত আসছে তা জেনে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তবে সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, আমরা আজকের মত অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আমরা জেনেছি প্রশাসন সিন্ডিকেটে ডেকেছে —সিন্ডিকেটের সিদ্ধান্তের উপর নির্ভর করে আমাদের কালকের কর্মসূচি কি হবে। যদি ইতিবাচক সিদ্ধান্ত না আসে তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
বিডি প্রতিদিন/নাজমুল