প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে ওমান জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটি, যেখানে জায়গা পেয়েছেন চারজন নতুন মুখ। মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ওপেনার জাতিন্দার সিং।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া চার ক্রিকেটার সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ এবং নাদিম খান জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। এদের মধ্যে শুধুমাত্র জিকরিয়া ইসলামেরই রয়েছে একটি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা।
২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন জিকরিয়া। সে ম্যাচে তিনি ১ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে অপরাজিত ছিলেন ২ রানে।
এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ওমানকে খেলতে হবে শক্তিশালী তিন প্রতিপক্ষ- ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
১২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মিশন, ১৫ সেপ্টেম্বর খেলবে আমিরাতের বিপক্ষে
ও ১৯ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে দলটি।
গত মে মাসে বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে সর্বশেষ আন্তর্জাতিক মাঠে নামে ওমান। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিয়েছিল তারা। এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে ওমানের ইতিহাসে দ্বিতীয় বড় বহুদলীয় টুর্নামেন্ট।
ওমান স্কোয়াড: জাতিন্দার সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, ভিনায়াক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কালিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, কারান সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রিভাস্তাভা।
বিডি প্রতিদিন/মুসা