বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, ‘সিন্ডিকেট করে বিমান ভাড়া বাড়ানো কেউই রেহাই পাবে না।’ গতকাল এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শেখ বশির উদ্দীন জানান, ‘দেশে নিবন্ধিত ট্রাভেল এজেন্টের সংখ্যা প্রায় ৫ হাজার হলেও অনিবন্ধিত এজেন্ট রয়েছে ২০ হাজারের বেশি। তাদের অনেকেই বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করছে। তদন্তে দেখা গেছে, জনশক্তি রপ্তানিকারকদের নিজস্ব ট্রাভেল এজেন্সিও রয়েছে।’ তিনি বলেন, ‘টিকিটে মূল্য লেখার নির্দেশনা দেওয়া হলেও অনেক এজেন্সি তা মানছে না। শুধু অফলাইন নয়, অনলাইন ট্রাভেল এজেন্সিতেও মারাত্মক অনিয়ম হচ্ছে। এমনকি দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে।’ সিন্ডিকেটের সঙ্গে জড়িত এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা ইতোমধ্যে তালিকা প্রস্তুত করেছি। ম্যাজিস্ট্রেটদের নির্দিষ্ট গন্তব্যে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিনের প্রতিবেদনের ভিত্তিতে আইন প্রয়োগ করা হবে। বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, শিগগিরই আরও একজন যুক্ত হবেন।’