লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় ভুয়া ডাক্তার মো. হাসিবুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজবিজ্ঞানে ডিগ্রি অর্জনকারী হাসিবুল ইসলাম ২০২০ সাল থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা প্রদান করছিলেন। তিনি প্রেসক্রিপশন লেখা থেকে শুরু করে এন্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস স্যালাইনসহ বিভিন্ন নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে রোগীদের ক্ষতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালত মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী ভুয়া পদবী ব্যবহার ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন। অভিযান চলাকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা চালানো এ ভুয়া ডাক্তারকে শাস্তি দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল