দেশীয় প্রযুক্তি ও জাহাজ নির্মাণে আত্মনির্ভরতার পথে থাকার দাবি করেছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনী একসঙ্গে দুটি আধুনিক নীলগিরি-শ্রেণির স্টেলথ ফ্রিগেট আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরিকে কমিশনের অন্তর্ভুক্ত করা হয়।
এই দুটি যুদ্ধজাহাজ 'প্রজেক্ট ১৭ আলফা'র অন্তর্গত। এর আগে চলতি বছর নৌবাহিনীতে যুক্ত হয়েছে শৃঙ্খলার প্রথম জাহাজ আইএনএস নীলগিরি। ফলে এখন ভারতীয় নৌবাহিনীর হাতে তিন ফ্রিগেটের এক বিশেষ স্কোয়াড্রন গড়ে উঠল, যা আঞ্চলিক শক্তির ভারসাম্যে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে দাবি করছে দিল্লি।
হিমগিরি নির্মিত হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে, আর উদয়গিরি তৈরি করেছে মুম্বইয়ের মাজগাঁও ডক শিপবিল্ডার্স।
অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, এই ফ্রিগেট দুটিতে আধুনিক নকশা, উন্নত স্টেলথ প্রযুক্তি, সর্বাধুনিক অস্ত্র এবং সেন্সর সিস্টেম সংযুক্ত করা হয়েছে। এগুলো সমুদ্রপথে পূর্ণ পরিসরের সামরিক অভিযান চালাতে সক্ষম।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল