চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের জমিজমা নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হাতে খুন হয়েছেন পিতা ও পুত্র। নিহতরা হলেন, আলুকদিয়া গ্রামের তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ আলী (১৮)। মঙ্গলবার বেলা ১২টার দিকে আলোকদিয়া মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।
আলোকদিয়া ইউপি মেম্বর আল বেলাল বলেন, উভয় পরিবারের মাঝে বিরোধ ছিলো অনেক দিনের। এ নিয়ে প্রায়ই গ্রাম্য শালিস হলেও মিমাংসা হচ্ছিলো না। মঙ্গলবার মারামারির এক পর্যায়ে এক পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পিতা-পুত্র মারা গেছে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, নিহত মিরাজ আলী ও তৈয়ব আলীর পরিবারের সাথে তাদের চাচাতো ভাইদের জমিজমা নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে আলোকদিয়া বাজারের মাঠে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যায় মিরাজ আলী। আহত হন মিরাজের পিতা তৈয়ব আলী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। পিতা-পুত্র দুজনের লাশই ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, ঘটনার পরপরই ওই এলাকায় দায়িত্বরত চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে জড়িত থাকার অর্ভিযোগে আলোকদিয়া গ্রামের জহুরুল হকের ছেলে হাসান আলী (৪৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজিব আলীকে (৩১) আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ