ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেছেন, বাংলাদেশের দুর্নীতি কমাতে সবচেয়ে বড় প্রয়োজন ভালো মানুষ গড়ে তোলা। আর সেই কাজের শুরু হয় প্রাথমিক শিক্ষায়। গতকাল দুপুরে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জেমস গোল্ডম্যান বলেন, ‘প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ একজন শিক্ষার্থীকে ভালো মানুষ বানানোর প্রথম স্তর। আমরা আশা করি, সুশাসিত বাংলাদেশ গড়ার কাজ এখান থেকেই শুরু হয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরালো হবে। তখনই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব হবে।’ বাংলাদেশে উন্নয়ন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এ কূটনীতিক জেলা শিক্ষা অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে তিনি টিআইবির বরিশাল কার্যালয় পরিদর্শন করেন।