চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে অপহৃত দেড় বছর বয়সী শিশু আয়াতকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টায় হাটহাজারী থানাধীন নজুমিয়া হাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
আয়াত ডবলমুরিং থানার বেপারীপাড়ার বাসিন্দা মো. শরীফের সন্তান। এ সময় এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শফি উল্লাহ জীবন, ফারজানা আক্তার রিয়া ও মো. বেলাল উদ্দীন সোহেল।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে ডবলমুরিং থানা এলাকার বেপাড়ি পাড়ার ভাড়া বাসা থেকে শরীফেরই একজন আত্মীয় শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনায় গত রবিবার থানায় মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে হাটহাজারী থেকে শিশু আয়াতকে উদ্ধার করে পুলিশ। এ সময় শিশুটিকে অপহরণের দায়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৫ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ