জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকা থেকে পুশইন সন্দেহে চার নারীসহ সাতজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে উপজেলার কামালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
সীমান্তবর্তী ধানুয়া-কামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেব বলেন, অজ্ঞাতপরিচয় চার নারী এবং তিনজন পুরুষকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন রাতে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছেন। তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ থেকে তারা অনেক আগে ভারতে গিয়েছিলেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহম্মেদ বলেন, তাদের পুশইন করা হয়েছে কি না, তা বলা যাচ্ছে না। তারা সবাই বাংলাদেশি। স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে আমাদের খবর দেয়। পরে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
বিডি প্রতিদিন/এমআই