চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ‘ডাকাত সন্দেহ’ জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ জনতা। নিহতরা হলেন-আবু ছালেক ও নেজাম উদ্দীন।
সোমবার রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে ওই দুইজনের গুলিতে স্থানীয় পাঁচজন বাসিন্দা আহত হয়েছে। তারা হলেন- ইকবাল, ওবায়দুল হক, আব্বাস উদ্দিন, মামুনুর রশিদ ও নাসির উদ্দিন। তাদের মধ্যে ইকবাল ও ওবায়দুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকেন কতিপয় সন্ত্রাসী। বিশেষ করে মধ্যম সাতকানিয়া এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় নেজাম উদ্দীন, আবু ছালেক, আবু আবু তাহের আদাইয়া, জাহেদ ও রিফাতরা। সোমবার দিবাগত রাতে নেজামদের ছনখোলা এলাকায় ডেকে নিয়ে যায় একটি পক্ষ। পরে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা করা হয়।
এ সময় নেজামরাও গুলি করে। এতে বেশ কয়েকজন আহত হলে একপর্যায়ে তাদের গণপিটুনি দেয় এলাকাবাসী। এলাকায় মাটি কাটা ও চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিল গণপিটুনির শিকার ব্যক্তিরা। এ ছাড়া বিচারের নাম করে লোকজনকে অপহরণ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ডাকাত সন্দেহ তাদের গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুই ব্যক্তির পরিবার থেকে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তারা দুইজনই জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত বলে খবর পেয়েছি।
বিডি প্রতিদিন/একেএ/এমআই