চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী ও কঠোর হৃদয়ের মালিক-কর্তৃপক্ষ রমজান মাসেও নিজেদের পরিশুদ্ধ করতে অগ্রসর হয় না। তারা অবৈধ সিন্ডিকেট ও গুদামজাতকরণের মাধ্যমে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। এটা সুস্পষ্ট ফৌজদারি অপরাধ। এই অপরাধ বন্ধ করুন। কৃত্রিম সংকট তৈরি করে, সিন্ডিকেট করে, অবৈধ গুদামজাত করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী আয়োজিত মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর উপদেষ্টা মুহাম্মদ উল্লাহ, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, আবু হেনা মোস্তফা কামাল।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি নাজির হোসেন, মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, এম আসাদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, শ্রমিক নেতা মুহাম্মদ নুরুন্নবী, স.ম. শামীম, আবু সুফিয়ান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।
শাহজাহান চৌধুরী বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর চলমান ঊর্ধ্বগতির লাগাম টানুন এবং সাধারণ মানুষসহ শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখুন। শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ২০ রমজানের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, যেন তাদের পরিবার ঈদের প্রস্তুতি নিতে পারে। রমজানের পবিত্রতা রক্ষা করুন। সুদ, ঘুষ, মাদক, জুয়া ও অশ্লীলতা থেকে বিরত থাকুন। শ্রমিক-মেহনতি মানুষের প্রতি সহমর্মী হোন। রমজানে তাদের কাজের বোঝা হালকা করে দিন। তাদেরও ইবাদত-বন্দেগির সুযোগ করে দিন। সর্বোপরি, রমজান হচ্ছে কুরআন নাজিলের মাস। অতএব, এই মাসে বেশি বেশি কুরআন পড়ুন, কুরআন বুঝুন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হোন।
বিডিপ্রতিদিন/কবিরুল