মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখল মুক্ত করা ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ সংলগ্ন শিশু উদ্যানের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভৈরবগঞ্জ বাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফুয়াদ ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের প্রতিনিধি নিলয় রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গল প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থী হোসাইন আহমদ আফজল প্রমুখ।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ